প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ২২:১৮
সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের হত্যাকারীদের ফাঁসির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচি করেছে হাতীবান্ধা রক্তদান সংস্থা-HBDO ও টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।বুধবার (১১ আগষ্ট) সকালে ঘন্টাব্যাপী হাতীবান্ধা মেডিকেল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান, হাতীবান্ধা রক্তদান সংস্থার প্রধান উপদেষ্টা মন্জুর হোসেন, হাতীবান্ধা আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক রুবেল, হাতীবান্ধা রক্তদান সংস্থার সভাপতি জুলফিকার বাদশা রতন, কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান মোহন, মুক্তিযুদ্ধ মঞ্চ হাতীবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনিউল ইসলাম রিপন, মহিদুল ইসলাম জুয়েল সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, মিন্টু চন্দ্র বর্মণ হাতীবান্ধার কৃতি সন্তান এবং একজন শিক্ষক মানুষ, তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হবে আমরা ভাবতে পারি নাই, তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, এ ঘটনার সাথে যারা জড়িত তাদের ফাঁসির দাবি জানান তারা।
উল্লেখ্য সাভারে ২৭ দিন নিখোঁজের পর গত সোমবার (৯ আগস্ট) সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের খন্ডবিশিষ্ট মরদেহ নিজ কলেজ প্রাঙ্গন থেকে উদ্ধার করে র্যাব, এবং এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।