https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নেত্রকোনায় পানিতে ডুবে ২শিশুর মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ আগস্ট ২০২১, ৩:১৬

শেয়ার করুনঃ
নেত্রকোনায় পানিতে ডুবে ২শিশুর মৃত্যু

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় রবিবার পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, খালিয়াজুরী সদর ইউনিয়নের আদাউড়া গ্রামের জীবন সরকারের মেয়ে শ্রীয়সী সরকার (২) দুপুরের দিকে বাড়ীতে খেলা করছিল। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শিশুটির মা সোমা রানী জানান, বেলা সাড়ে ১২টার দিকে শ্রীয়সীকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুজি শুরু করে। বেলা ১টার দিকে বাড়ীর সামনে পানিতে শিশুটিকে ভাসতে দেখে তার পরিবারের লোকজন দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অপরদিকে মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২) সকাল ১১টার দিকে বাড়ীতে খেলা করার সময় বাড়ীর সামনে পানিতে পড়ে যায়। 

পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক খালিয়াজুরী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর রহমান শিশু তরিকুলকে মৃত ঘোষণা করেন। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতাউল গনি ওসমানী পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন

চারুকলায় আগুন: সিসিটিভি ফুটেজে চিহ্নিত যুবক, তদন্ত কমিটি গঠন

চারুকলায় আগুন: সিসিটিভি ফুটেজে চিহ্নিত যুবক, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ শোভাযাত্রার জন্য প্রস্তুত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ নামের দুটি প্রতীকী মোটিফ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টিকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ ও সংশ্লিষ্টরা। চারুকলার সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, কালো রঙের টি-শার্ট পরা এবং মুখে মাস্ক

আনুলিয়ায় বেড়িবাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা

আনুলিয়ায় বেড়িবাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বেড়িবাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’। শনিবার (১২ এপ্রিল) স্টার্টনেট ওয়ার্ক-এর সহযোগিতায় এবং উত্তরণ-এর উদ্যোগে “Emergency Relief Assistance for Embankment Breach-Affected Communities in Anulia Union, Assasuni” প্রকল্পের আওতায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্পের প্রথম ধাপে ৫০০ পরিবারের মধ্যে থেকে প্রাথমিকভাবে ৬৮ জন ক্ষতিগ্রস্তকে হাইজিন ও ডিগনিটি কিটস এবং নগদ অ্যাপসের মাধ্যমে

সাগরে মাছ ধরতে চাঁদা দাবি বিএনপি নেতার, পরিত্রাণে সংবাদ সম্মেলন

সাগরে মাছ ধরতে চাঁদা দাবি বিএনপি নেতার, পরিত্রাণে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মুন্সির বিরুদ্ধে সাগরের মোহনায় মাছ ধরতে চাঁদা আদায়ের অভিযোগ এনেছেন এক জেলে। নিখিল হাওলাদার নামে ওই জেলে শনিবার (১২ এপ্রিল) সকালে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগটি প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিখিল হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাগরের মোহনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন।

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অংশগ্রহণে বর্ণিল ‘ফাগুয়া উৎসব’ উদযাপন

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অংশগ্রহণে বর্ণিল ‘ফাগুয়া উৎসব’ উদযাপন

সারাদেশের চা শিল্পাঞ্চলের শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত হলো ‘ফাগুয়া উৎসব’। শনিবার (১২ এপ্রিল) বিকেলে আয়োজিত এ বর্ণিল উৎসবে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মৌলভীবাজার জেলা প্রশাসন ও ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের যৌথ ব্যবস্থাপনায় দেশজ সংস্কৃতির এক অনন্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা

ফেক আইডির ফাঁদে প্রান্ত, চক্রান্তের অভিযোগ মায়ের

ফেক আইডির ফাঁদে প্রান্ত, চক্রান্তের অভিযোগ মায়ের

বরগুনার পাথরঘাটা উপজেলায় ফেক ফেসবুক আইডি ব্যবহার করে একাধিকবার সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্মৃতি রানী সমদ্দার নামে এক নারী। ১২ এপ্রিল শনিবার বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় তার স্বামী শিশির রঞ্জন সমদ্দারও উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে স্মৃতি রানী জানান, তার ছেলে প্রান্ত সমদ্দার নিজের আসল ফেসবুক আইডি