প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ২:৭
টাঙ্গাইলে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে শহরের শিবনাথ স্কুল প্রাঙ্গণ থেকে এসব উপহার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, এ পর্যায়ে কর্মহীন ৫০০ পরিবহন শ্রমিককে খাদ্য সহায়তার অংশ হিসেবে ১০ কেজি করে চাল দেয়া হয়।
সদর আসনের সাংসদ মো. ছানোয়ার হোসেন বলেন, করোনা মহামারীর শুরু থেকে প্রধানমন্ত্রীর এই উপহার দেওয়া হচ্ছে। আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি চিত্তরঞ্জন সরকারসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।