
প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ২২:৫২

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বন্ধের তিনঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৩টার দিকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে দুপুর ১২টার দিকে তীব্র স্রোত ও প্রবল বাতাসে নদী উত্তাল হতে শুরু করলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

দুপুরে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তিনঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখার পর আবারও সচল করা হয়েছে। বর্তমানে নৌরুটে চারটি রোরো ও তিনটি মিডিয়াম ফেরি চলাচল করছে। ফেরি বন্ধের সময় শিমুলিয়া ঘাটে ও বাংলাবাজার আটকে পরা সাড়ে ছয়শতাধিক যানবাহনকে পর্যায়ক্রমে এখন পারপার করা হবে।