সীমান্তে মিলেমিশে দ্বায়িত্ব পালনের লক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফকে) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার (২১জুলাই) ঈদের দিন সকালে হিলি সীমান্তের শুন্য রেখা চেকপোষ্ট গেটে বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শওকত আলী মোল্ল্যা, ভারতের হিলি ক্যাম্পের বিএসএফ এর কমান্ডার রমাকান্ত সিংকে মিষ্টির প্যাকেট উপহার দেন।
এসময় বিজিবি-বিএসএফের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। হিলি বিজিবি ক্যাম্প কমান্ডার শওকত আলী বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়কের পক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়।
সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব গুলিতে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।
এতে করে সীমান্তে দায়ীত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে বলেও জানান তিনি।