প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ২২:২২
ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ।চলমান ভিজিএফ কর্মসূচীর আওতায় ইউনিয়নটির মোট ২ হাজার ৯০৯ জন উপকার ভোগীর নাম ঠিকানা সহ তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকা ইউনিয়ন পরিষদের দেয়ালে লাগিয়ে দিয়েছেন চেয়ারম্যান। ভিজিএফের চাল বিতরনে এমন উদ্যোগে খুশি উপকারভোগীরা। প্রতি ৩ জন উপকারভোগীকে ৩০ কেজির একটি করে চালের বস্তা দেয়া হচ্ছে।
উপকারভোগী আক্কাস আলী ও ওয়ালেদা বেগম জানান, ‘তালিকা ঝুলিয়ে দেয়ায় ভালো হয়েছে। আমার চাল অন্য কেউ নিতে পারবে না, ভাল চলে এমন কেউ তালিকাভুক্ত আছে কিনা তা জানা যাবে।’চেয়ারম্যান এটিএম ফজলুল হক জানান, ‘প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ নিয়ে যেন প্রশ্ন না ওঠে সে কারণেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
ইউনিয়নটির দায়িত্বে থাকা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন জানান,‘উপকারভোগীর নাম-ঠিকানা সহ তালিকা দেয়ালে লাগিয়ে দেয়ায় অনিয়মের সুযোগ বন্ধ হবে। তালিকা তৈরিতে স্বচ্ছতা আসবে। তালিকায় যার নাম আছে সে ছাড়া অন্য কারও পক্ষে সরকারি সুবিধা গ্রহণ করার সুযোগ থাকবে না।'