রাজবাড়ীর গোয়ালন্দে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজে অনির্দিষ্টকালেন জন্য কর্মবিরতি শুরু করেছে শিক্ষক-কর্মচারীরা। সোমবার সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। পরে কলেজের হরুমে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের অধ্যক্ষ মো: আব্দুল কাদের শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ফরিদা বেগম, সুরাইয়া আক্তার, মো: আনোয়ার হোসেন সরদার, মুহাম্মদ ইব্রাহিম, কোহিনূর বেগম, ডক্টর সালমা সুলতানা, মো: আব্দুস সালাম শেখ, এস, এম, মেহেদী হাসান, লিয়াকত হোসেন, মুহাম্মদ রফিকুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক - কর্মচারী।
সভায় গতকাল আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়, আন্দোলনরত শিক্ষকদের আহবানে আজ থেকে কলেজে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়া হয়, আন্দোলনের সাথে একাত্ততা ঘোষণা করে ৮ (আট) সদস্যের প্রতিনিধি টিম প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয় এবং