প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২১:২
মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন। জেন-জি নেতৃত্বাধীন সরকারের বিরোধী তুমুল আন্দোলনের প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক চুক্তির মাধ্যমে তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ফরাসি রেডিও আরএফআই এবং রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।