
ইউএনওকে শুভেচ্ছা জানাতে গিয়ে যুবলীগ নেতার উপর হামলা

প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ২৩:৮

পিরোজপুরের ইন্দুরকানীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শুভেচ্ছা জানাতে ফুল দিতে গিয়ে হামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি মো. নাছির উদ্দিন সিপাই সহ দুই জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতার উপর হামলাকারী তরুন মো. নবীন হোসেন (১৮) আহত হয়েছেন।

ঘটনাটি রবিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ ভবনে ঘটে।
আহত যুবলীগ নেতা নাছির উদ্দিন সেপাই জানান, ওই দিন তিনি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানমের সাথে দলীয় কর্মীদের নিয়ে শুভেচ্ছা জানাতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আ’লীগ নেতা মোঃ নুরুজ্জামান খানের ছেলে যুবলীগ নেতা নবীন অতর্কিত ভাবে হামলা চালায় । হামলায় তিনি গুরুতর আহত হন ।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই হামলার পরে হামলাকারী নবীনকে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান ও যুবলীগের কর্মীরা আটকে বেদম মারধর করেন।

নবীনের পিতা মোঃ নুরুজ্জামান খান সাংবাদিকদের জানান, নবীন মোটরসাইকেলে উপজেলা পরিষদের সামনে আসলে নাসির সেপাইয়ের সাথে কথা কাটাকাটি হয় । তখন নবীনকে নাসির সেপাই চর থাপ্পর মারে। এতে নবীন ক্ষিপ্ত হয়ে নাসির সেপাইর উপর হামলা করেন ।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম জানান, মারামারি ঘটনার পরে উভয়ের মধ্যে আমার কার্যালয়ে বসে মিমাংসা করে দেয়া হয়েছে ।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির
জানান, মারামারির বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে কোন পক্ষ এ ব্যাপারে কোন অভিযোগ দেন নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ
