প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ২২:২৫
নিষিদ্ধ জাল নিয়ে সংবাদ প্রকাশের জেরে টনক নড়েছে উপজেলা প্রশাসনের। বুধবার সন্ধ্যায় উপজেলার শিলখূড়ী ইউনিয়নের পাগলারহাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল ও ড্রাগন জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত এসময় জাহাঙ্গীর আলম নামের এক জাল বিক্রেতার নিকট থেকে ৮২টি কারেন্ট ও ১১ টি ড্রাগন জালজব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা। বৃহস্পতিবার দুপুরে এসব জাল ধ্বংস করা হয়।মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী জানান, নিষিদ্ধ জাল বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।