প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১৯:৪৯
বিধিনিষেধ ছেরে দেওয়ার প্রথম দিনেই ঢাকা-টাঙ্গাইল-রোডের বাইপাস এলাকায় তিব্র যানজটের সৃষ্টি হয়। বাড়তি চাপে যান চলছে ধীরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত চাপে ধীরগতিতে চলছে যানবাহন। এ কারণে গন্তব্যে পৌঁছাতে অনেক বেশি সময় লাগছে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানবাহন থাকায় এ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোর থেকেই এ যানজটের সৃষ্টি হয়।
সরেজমিন গিয়ে সকাল ১০ টায় দেখা যায় ঢাকা-টাঙ্গাইল-রোডের বাইপাস এলাকার ১৫ কিলোমিটার তিব্র যানজট লেগে আছে, মাঝে মধ্যে কিছুটা থেমে থেমে গাড়ি চলছে খুব ধীরগতিতে । ঢাকা থেকে রংপুরগামী ট্রাকের ড্রাইভার রহিম আলী জানান, ঢাকা থেকে ধীর গতিতে আসলেও টাঙ্গাইল বাইপাস এসে থেমে আছে।
হাইওয়ে পুলিশের টি আই মো: জানে আলম ভুঞা বলেন, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যানবাহন রাস্তায় রয়েছে। এ জন্য স্বাভাবিক গতিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তায় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় ভোর ৪ টা থেকে কিছুটা যানজটের সৃষ্টি হয় তবে এখন যানবাহন ধীরে চলছে তবে কিছুক্ষনের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।