প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ২৩:১২
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলা মূলগাঁও ইউনিয়নের ১৫১৬ জন অসহায়, হত-দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভি জি এফ-এর চাল বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ধলা মূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বুধবার সারাদিন হত-দরিদ্রদের মাঝে এই চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত থেকে চাল বিতরণে সহযোগিতা করেন পূর্বধলা উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা তানজীর হাসান, ইউপি সচিব নুরুল আলম, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জহিরুল ইসলাম রিপন, সদস্য মোঃ আসাদ মিয়াসহ সকল ইউপি সদস্য/সদস্যা এবং এলাকার বিভিন্ন স্তরের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।