প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ২২:৪২
দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় কোরআনখানি দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তর স্বজন সমাবেশ কুয়াকাটা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটার আলীপুর রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া-মোনাজাতে এতিম ও হাফেজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়েছে। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আলম ফরাজী।
এরপরে বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে এবং স্বজন সমাবেশের উদ্যোগে কুয়াকাটা প্রেসক্লাবে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জীবনাদর্শ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগান্তর কুয়াকাটা প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ এর ইকো-ফিস প্রকল্প-২ এর পটুয়াখালী জেলার গবেষণা সহকারী সাগরিকা স্মৃতি, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সমকালের কুয়াকাটা প্রতিনিধি সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক প্রমুখ।
আলোচনা সভায় অংশগ্রহন করেন ট্যুর অপরেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সহ সভাপতি লুৎফুল হাসান রানা, আশার আলো জেলে ও মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ নিজাম শেখ, মানবজমিন ও বিজয় টিভির কুয়াকাটা প্রতিনিধি হোসাইন আমির,
মহিপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ, গ্রীন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজুসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এদিকে, সকল আনুষ্ঠানিকতায় স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করা হয়েছে।