প্রকাশ: ১১ জুলাই ২০২১, ২৩:৫২
চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকা কাপ জয়ে সারা পৃথিবীর মতো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভক্ত-সমর্থকরাও বাঁধ ভাঙ্গা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।রবিবার (১১ জুলাই) সকালে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কয়েকশ ভক্ত-অনুরাগী কঠোর লকডাউন উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন।
তারা রাস্তায় আনন্দ মিছিল, মোটর সাইকেল শোভাযাত্রা, রং খেলা ও মিষ্টিমুখ করেন।তবে সেটা ছিল একেবারেই শান্তিপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়েও ছিল আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। আনন্দ শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সরকারী কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ,নাসিম মাহমুদ ইভান,কৌশিক আফ্রিদি প্রমূখ।