প্রকাশ: ১০ জুলাই ২০২১, ২:১৭
কুমিল্লা- সিলেট মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার সাইলচর কুড়ের পাড়ে পিকআপ ও রিক্সা ভ্যানের সংঘর্ষে পানিতে ডুবে এই দুর্ঘটনাটি ঘটে।শনিবার দুপুরে কুমিল্লার ক্যান্টমেন্ট থেকে আসা একটি পিকাপভ্যান ড্রাইভারসহ ৫ জন যাত্রীনিয়ে কোম্পানীগন্জ যাওয়ার পথে দক্ষিণমুখী একটি ভ্যান রিক্সাকে ধাক্কা মেড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খালে পড়ে ডুবে যায়।
ওই দুর্ঘটনায় মো: মিজান (৩৭) নামের এক ভ্যান চালক গুরুতর আহত হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। স্থানীয় ও পুলিশি সুত্রে জানা যায়, ডুবে যাওয়া পিকাপ থেকে দুই জনকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে পিকাপের ভিতরে থাকা নাজমুল ইসলাম(১৮), তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়ি উপজেলার তালুক জামিরা গ্রামের আজিজুল ইসলাম'র ছেলে।
আহত নাজমুল তার পিতার ব্যবসায়িক কাজে কোম্পানীগঞ্জ আসছেন বলে জানা যায়। অপর গুরুতর আহত ভ্যান চালক মো: মিজান(৩৭), দেবীদ্বার উপজেলার চরবাকর পিরোজপুর গ্রামের খোরশেদ আলম'র ছেলে। সে গুরুতর আহত হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
পিকাপ থেকে বেচে যাওয়া লাতু মিয়া(৪২) জানান,পিকাপের ড্রাইভারসহ অন্যান্যরা লাফিয়ে পালিয়ে যায়।ঘটনাস্থলে মিরপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মো: উজ্জ্বল ছুটে গিয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের টিম এনে গাড়িটিকে উদ্ধার করেন। তবে দুর্ঘটনায় কেউই নিহত হয়নি।