প্রকাশ: ৫ জুলাই ২০২১, ২৩:৪৩
সাতক্ষীরার কালিগঞ্জে ধারে টাকা না দেওয়ায় প্রকাশ্যে ছুরি মেরে সিরাজুল ইসলাম (৩৮) নামের এক ব্যাক্তিকে হত্যার চেষ্টা। রবিবার দুপুর পৌনে তিনটার দিকে পোর্ট বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সিরাজুল উপজেলার বসস্তপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।
এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত আজগর আলী (৪২) কে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামের মৃত আনছার আলীর ছেলে। গ্রামবাসিরা জানান, নিজেদের মধ্যে টাকা পয়সার লেনদেন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আজগর সিরাজুলকে ছুরি মারে। এসময় ঠেকাতে গেলে সে স্থানীয়দেরও মারপিট করে।
পরে তাকে আটক রেখে পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক তরিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছুরিসহ আজগর আলীকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানায় আসামী আজগার আলী আমার পরিচিত। সে আমার নিকট ১০ হাজার টাকা ধার চায় এবং আমি তাকে টাকা দিতে অস্বীকার করিলে কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার ক্যাশ বাক্স থেকে জোর পূর্বক ১৫ হাজার ৪ শত ৫০ টাকা নিয়ে দ্রæত দোকানের বাইরে চলে আসে।
তখন আমি দোকানের বাইরে এসে আজগার আলীকে পথ আটকিয়ে টাকা চাইলে আজগার আলী ও তার স্ত্রী মাফুজা খাতুন আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। এমন অবস্থায় আজগার আলী পকেটে থাকা ধারালো ছুরি দিয়ে আমার তলপেটে আঘাত করতে গেলে আমি ঘুরে দালালে আমার পিঠের মাঝ বরাবর লেগে গভীর ক্ষত হয়।
এসময় আমার চিৎকারে আমার স্ত্রী এগিয়ে আসলে তাকেও মারপিট করে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজগর আলীকে জিঞ্জাসাবাদ পূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।