প্রকাশ: ৩ জুলাই ২০২১, ২০:১১
সাভারে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় আকষ্মিক ভূতুড়ে কান্ডে বমি, মাথা ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে হঠাৎ অসুস্থ পড়ছেন শ্রমিকরা। তাদের নিকটস্থ হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে আশুলিয়ার বসুন্ধরা এলাকার ডংলিয়ান ফ্যাশন (বিডি) লিমিটেড কারখানায় এঘটনা ঘটে। পরে নিকটস্থ হাবিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাদের।
অসুস্থ শ্রমিকরা হলো- মাহফুজুল (২৭), আরিফ হোসেন (৩০), মোশারফ হোসেন (২৭), সৌরভ (২৫), আরিফা (২৫), মোছাঃ বেবী (২৫), আলেয়া (৩০), রিনা আক্তার (২৭), শ্যামলী (২৭) ও সার্জেন্ট (অবঃ) ইসমাইল (৬০)। এদের মধ্যে দুই জনের অবস্থায় গুরত্বর হওয়ায় তাদের রেফার্ড করা হয়েছে।
প্রতক্ষদর্শী শ্রমিকরা জানায়, সকালে প্রথম একজন নারী শ্রমিক অসুস্থ্য হয়। এরপর তাকে হাসপাতালে রেখে আসতেই আরো অন্তত ১২ জন বমি ও মাথা ব্যথার উপসর্গ নিয়ে কারখানার ভিতরে ফ্লোরে পড়ে যান। পরে তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়। আজ আবার এই সংখ্যাটা বেশি। প্রতিদিনতো একজন না একজন অসুস্থ্য হইতেছে। গত ১৫ দিন ধরেই এই সমস্যাটা শুরু হইছে।তবে আজকের এই ঘটনায় আমাদের সিকিউরিটি ইনচার্জ ইসমাইল হোসেনের অবস্তা খুবই খারাপ তাকে হাবিব ক্লিনিক থেকে অলরেডি ভালো কোন হাসপাটালে রেফার করা হয়েছে।
সেই কারখানা শ্রমিক রব্বানী ইনিউজ ৭১কে বলেন,প্রথমে এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারকানা কতৃপক্ষ নাটক করছে বলে মসকারা করে। তার পর পাঁচ মিনিটের মদ্ধ 'অন্তত ১২-১৪জন শ্রমিক অসুস্থ হইয়া যখন পইরা গেছে। তখন স্যাররা ভিডিও করে আর কয় নাটক করতাছে । ওনারা মেডিকেলে নিবো না। আমরা শ্রমিকরা জোর কইরা মেডিকেলে আনছি। অনেক আগে থেকেই এই সমস্যা। অসুস্থ অনেকেই বলছে ভূতের কিছু ছায়া দেখছে। স্যারেরা আমাদের নিয়ে উপহাস করে। আমরা নাকি ছুটির জন্য এমন করি'।
তবে এ বিষয়ে হাবিব জেনারেল হাসপাতালের ম্যানেজার বিল্লু দাস বলেন, একটি কারখানার বেশ কয়েক জন শ্রমিককে অসুস্থ অবস্থায় আনা হয়েছে। ডাক্তাররা তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। আসলে কি হয়েছে ডাক্তার পর্যবেক্ষণের পর জানাতে পারবেন।
এ বিষয়ে ডংলিয়ন ফ্যাশন (বিডি) লিমিটেড কারখানার এডমিন ম্যানেজার আশরাফুল বলেন, আসলে কারখানায় একটু গরম বেশি। এ কারণেই এমন হতে পারে। তবে আমরা শ্রমিকদের হাসপাতালে নিয়ে এসেছি। কারখানা বন্ধ রেখেছি সবাইকে ছুটি দিয়ে দিয়েছি।
বিষয়টি নিয়ে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন ই নিউজ ৭১কে বলেন, এরকম সমস্যা প্রায় এই কারখানা হয়ে থাকে। আমরা অনেকবার বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা কোনো গুরুতই দেয়নি। তারা শ্রমিকদের মারার চেষ্টা করছে। বিষয়টি তদন্তে করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আহত শ্রমিকদের দ্রুত সুস্ত কামনাও করেন তিনি।