প্রকাশ: ৩০ জুন ২০২১, ১:৭
নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২১-২২ ইং অর্থ বছরে নেত্রকোণা পৌরসভার ১৭২ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ৭ শত ৬৮ টাকার বাজেট পেশ করা হয়েছে।
নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান বুধবার দুপুর ১২ টায় পৌরসভার তৃতীয় তলায় বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে পৌর কাউন্সিলর ও সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট পেশ করেন।
বাজেট পেশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-১ এস এম মহসিন আলম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, পৌরসভা সচিব মোঃ ফারুক ওয়াহিদ, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান।
বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১ শত ৬৮ কোটি ৩১ লক্ষ ৫৩ হাজার ৫ শত ৭৫ টাকা, উন্নয়ন খাতে ব্যায় দেখানো হয়েছে ১ শত ৫৯ কোটি ১ লক্ষ ২১ হাজার ৩ শত ৯২ টাকা।
বাজেট পেশ কালে পৌর মেয়র বলেন, নেত্রকোণা পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করতে বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বস্তি উন্নয়ন ও হাট-বাজারের সার্বিক উন্নয়ন।
প্রস্তাবিত বাজেট যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়, সেই জন্য পৌর মেয়র পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি নাগরিকদের স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।