রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৫০ কোটি ৩৭ লক্ষ পঁচানব্বই হাজার ৮৬৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০ জুন) বিকেল ৩ টায় পৌরসভার হলরুমে মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে সরকারি বিভিন্ন প্রকল্প হতে বরাদ্দ বাবদ আয় ধরা হয়েছে ৪৬ কোটি ৭ লক্ষ ৯৮ হাজার ৫৫৬ টাকা।এছাড়া পৌরসভার বিভিন্ন খাত হতে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৮৩ লক্ষ ৮৫ হাজার টাকা।ব্যায় বাদে উদ্বৃত্ত ধরা হয়েছে ২২ লক্ষ ১২ হাজার ৩০৭ টাকা।
পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্ত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আজিজুল হক খান মামুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, সাবেক অধ্যক্ষ খোন্দকার আব্দুল মুহিত,
পৌর সচিব মোঃ রুহুল আমিন, নির্মল কুমার চক্রবর্তী, আলাউদ্দিন মোল্লা, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি মো. আসজাদ হোসেন আজু, সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, প্রেসক্লাবের সাবেক সভাপতি গনেশ পাল প্রমূখ।