প্রকাশ: ২৯ জুন ২০২১, ১৭:৩০
একসময় সকাল হলেই টাটকা মাছের খোঁজে বাড়ির কর্তা ডুলি হাতে ছুটতেন বাজারে। এখন আর এমন দৃশ্য চোখে পড়ে না। কারণ হাতের কাছেই রয়েছে সব। কাজ শেষে ফেরার পথে বাড়ির নিচের বাজার থেকে কেনা যাচ্ছে চাল, ডাল, মাছ, মাংস সহ অন্যন্যা পণ্যসামগ্রী। সময়ের অভাবে অনেকসময় বাজারেও যাওয়া হয়ে ওঠে না। অনলাইনে চলে মাছ-মাংস কেনা। তবে যারা
মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু সবসময়ই নিজে দেখে শুনে টাটকা মাছটাই কিনতে চান!জানাযায়, গোয়ালন্দ ফিসারিজের উদ্ভাবিত বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে চাষের মাধ্যমে এনেছে স্বাস্থ্যসম্মত বিশুদ্ধ তাজা নদীর মাছ। এখান থেকে সূর্য ওঠার পর থেকে সন্ধ্যা পর্যন্ত তরতাজা মাছ ক্রয় করা যায়। বাইরের কোনও মাছ এখানে বিক্রি হয় না। সব মাছই গোয়ালন্দ ফিসারিজের। এখান থেকে তরতাজা টাটকা মাছ কিনতে চাইলে আপনাকে ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দিনের
যে কোন সময় গোধূলী বাজারে এসে কিনতে পারবেন।এখানে কাতল ১ থেকে ৫ কেজি, রুই ১ থেকে ৫ কেজি, তেলাপিয়া ৫'শ গ্রাম থেকে ১ কেজি ও ছোট মলা মাছ ২৫০ টাকা পর্যন্ত মাছ পাওয়া যাবে। একটু সময় নিয়ে টাটকা (তরতাজা) মাছ কিনতে চাইলে ঢুঁ মারতে পারেন গোধূলী বাজারে।
ক্রেতাদের একজন জাহিদুর রহমান বলেন, ‘এখান থেকে নিয়মিতই মাছ কিনি। টাটকা মাছ পাওয়া যায়। সপ্তাহে এক দিন এসে বেশি করে কিনে রাখি। সারা সপ্তাহ চলে।’গোধূলী বিনোদন কেন্দ্র ও গোধূলী বাজার'টি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রিয়াজউদ্দিন পাড়া গ্রামে (বেড়িবাঁধের) পাশে অবস্থিত।
এ ব্যাপারে জানতে চাইলে গোধূলী বিনোদন কেন্দ্র ও গোধূলীর বাজারের স্বাত্বাধিকারি ও সাবেক পৌর মেয়র শেখ.মো. নিজাম জানান, গোয়ালন্দে বিনোদনের কোন স্থান না থাকায় সারাদিন ঘর বন্দি থাকে মানুষ। তাই মানুষের আনন্দ উপভোগ করতে ও মনের রিফ্রেশমেন্ট দূর করতে কোলাহল মুক্ত রিয়াজউদ্দিন পাড়া এলাকায় বেড়িবাঁধের পাশে এই গোধূলী বিনোদন কেন্দ্রের
কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ্ বিনোদন কেন্দ্রটির কাজ সম্পর্ণ হলে শিশুকিশোররা সহ সবাই এখানে এসে বিনোদন নিতে পারবে। তাছাড়াও এখানে গোয়ালন্দ ফিসারিজের উদ্ভাবিত বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে নিজিস্ব চাষের মাধ্যমে বিশুদ্ধ তরতাজা মাছ বিক্রি করা হচ্ছে। জনগন যেন টাটকা তরতাজা মাছ সুলভ মূল্যে ক্রয় করতে পারে সেজন্য গোধূলী বাজার স্থাপন করেছি।