https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

রুট পারমিট ছাড়া কোনো বাস রাজধানীতে চলবে না

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২১, ১:৪৩

শেয়ার করুনঃ
রুট পারমিট ছাড়া কোনো বাস রাজধানীতে চলবে না

রাজধানীতে রুট পারমিট ছাড়া কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুর দেড়টায় বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। 

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা রিপোর্ট পেয়েছি ১ হাজার ৬৪৬টি গাড়ি রুট পারমিশন ছাড়া ঢাকায় চলাচল করে। যাদের কোনো রুট পারমিশন নেই। আগামী ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ মিলে আমরা যৌথ অভিযান চালাবো। এই অভিযানে যাদের রুট পারমিট নেই তারা কেউ ঢাকা শহরে ঢুকতে এবং ঢাকার ওপর দিয়ে যেতে পারবে না। 

তিনি আরও বলেন, আমরা দেখেছি বাসগুলো প্রথমে রেজিস্ট্রেশন নেয়,  এরপর রুট পারমিশন গ্রহণ করে। কিন্তু সেটা আর হবে না। আগে রুট পারমিট গ্রহণ করতে হবে। তারপরে গাড়ি রেজিস্ট্রেশন হবে। আমরা আজকে দুই সিটি করপোরেশন মিলে সিদ্ধান্ত নিয়েছি ঢাকা শহরে যেসব গাড়ি চলাচল করবে তাদের রুট পারমিশন থাকতে হবে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সংবাদ সম্মেলনে মেয়র তাপস বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড পর্যন্ত বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু করতে চাচ্ছি। এটা আমাদের আজকের সভার মূল সিদ্ধান্ত। ঘাটারচরে একটি বাস ডিপো নির্মাণের জন্য আমরা দুই মেয়র একটি জায়গা শনাক্ত করেছি। এই রুটে চলাচলকারী বাসের মালিক পক্ষের সঙ্গে আমাদের চুক্তির খসড়া প্রণয়ন হয়েছে। সেই চুক্তি ৮ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আশা করছি, আগামী ২৯ জুলাই এই চুক্তি সম্পাদন করা হবে।  

 

এ সম্পর্কিত আরও পড়ুন

নওগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

নওগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে চার আসামি আটক। মান্দা উপজেলার ছোটবেলালদহ গ্রামের রফিকুল ইসলাম সোহাগ, বড়পই গ্রামের আশরাফুল ইসলাম সুইট, বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার আসাদুজ্জামান মুন্না এবং বিজয়পুর মধ্যপাড়া গ্রামের নাসির উদ্দিনকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী পিকআপ চালক হিসেবে কাজ করেন। তারা একটি ভাড়া বাসায় থাকতেন। ঈদের সময় তাদের কন্যাকে

ঈদের নামাজ শেষে জয়বাংলা স্লোগান, আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবদ্ধ

ঈদের নামাজ শেষে জয়বাংলা স্লোগান, আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবদ্ধ

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যা মুহূর্তেই এলাকাটি উত্তপ্ত করে তোলে। সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ঈদের নামাজ

বরিশালে ঈদের নামাজে দীর্ঘদিন পর এক কাতারে বিএনপি-জামায়াত, শান্তির বার্তা

বরিশালে ঈদের নামাজে দীর্ঘদিন পর এক কাতারে বিএনপি-জামায়াত, শান্তির বার্তা

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত বরিশাল নগরীর বান্দরোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের শুভক্ষণে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি একত্রিত হয়ে ঈদের প্রধান জামাতে অংশ নেন। এছাড়া নগরীর আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাতও একই সময়ে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে

ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁয় যুবক নিহত

ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁয় যুবক নিহত

নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।  সোমবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কালাইবাড়ী-দিঘিরহাট আঞ্চলিক সড়কের মিরাপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।  নিহত শাহিন আলম (১৭) পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।  আহতরা হলেন, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের তাহিরের ছেলে আহসান আলী(১৭)

প্রেমে ব্যর্থ হয়ে ঈদের সকালে যুবকের আত্মহত্যা

প্রেমে ব্যর্থ হয়ে ঈদের সকালে যুবকের আত্মহত্যা

ঝালকাঠির রাজাপুরে প্রেমে ব্যর্থ হয়ে মো. ওসমান খলিফা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ওসমান ওই এলাকার বিল্লাল হোসেন খলিফার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওসমান খলিফার সঙ্গে গালুয়া দুর্গাপুর