স্থানীয়রা জানান, ওই বাড়ির ভাড়াটিয়া মোঃ গোলাপ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে । তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে ।
এদিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজিজুল হক খান মামুন বিকেলে ঘটনাস্হলে যান।তারা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ৫ টি পরিবারের মাঝে নগদ ১০ হাজার করে টাকা ও জরুরী ত্রান- সামগ্রী বিতরন করেছেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মাহফুজুর রহমান জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।