প্রকাশ: ১৫ জুন ২০২১, ১৮:২৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এএসআই’র চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মোটরসাইকেলটি ভূরুঙ্গামারী উপজেলা ও নাগেশ্বরী উপজেলার মাঝামাঝি অবস্থিত রায়গঞ্জ ব্রিজের নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
রোববার দিবাগত রাতে ভূরুঙ্গামারী থানার এএসআই রফিকুল ইসলামের ভাড়া বাসার ভেতর থেকে ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।ওসি আলমগীর হোসেন মোটরসাইকেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।