https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন সরাইলের ৩১ পরিবার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২১, ৩:২৬

শেয়ার করুনঃ
দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন সরাইলের ৩১ পরিবার

দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন সরাইল উপজেলার ভূমিও গৃহহীন ৩১ টি পরিবার, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২য় দফায় উপজেলায় আরো ৩১টি দরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য এসব রঙিন ঘর নির্মাণ করা হচ্ছে।

সুত্র জানায়,ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ২য় দফায় মুজিববর্ষের ঘর পাচ্ছেন আরো ৩১ টি ভূমিহীন পরিবার। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও ভূমিহীন পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সরেজমিনে দেখা যায়, সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস জমিতে নির্মানাধীন এসব ঘর নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যেই প্রস্তত করা হয়েছে একাধিক সেমি- পাকা বাড়ি, প্রতি ২ শতক জায়গায় একটি বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে - ১ লাখ ৯০ হাজার টাকা, সেই সাথে গৃহহীনদের তালিকাও প্রস্তত করে চুড়ান্ত করা হয়েছে। এখন ওই ঘর নির্মাণের সবশেষ সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. আরিফুল হক মৃদুল নিয়মিত এসব ঘরের নির্মাণ কাজ পরিদর্শন ও তদারকি করছেন। যার ধারাবাহিকতায় শনিবার (১২জুন)  তিনি উপজেলার নোয়াগাঁ বুড্ডা  এলাকার গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন। তিনি গণমাধ্যম কর্মীদের গৃহনির্মাণ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত ও একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে নির্মাণ শ্রমিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল এ প্রতিনিধিকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনও গৃহহীন পরিবারদের গৃহ প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরাইল উপজেলা গৃহ নির্মাণ কাজ চলছে।

ইউএনও বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে প্রথমত বসবাস উপযোগী সরকারী খাস জমি চিহ্নিত ও পরে ঐসকল স্থানে এ সব ঘর নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের কাজ শেষ পর্যায়ে  হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এসময় ইউএনও আরো বলেন, প্রধানমন্ত্রী’র উদ্বোধনের আগেই প্রকল্পের  কাজ সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে মির্জাগঞ্জ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত জুয়েল উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ হালিম সিকদারের ছেলে। তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং উপজেলা পরিষদের সাবেক

মৌলভিরহাট লঞ্চঘাট সচল করার দাবিতে মানববন্ধন

মৌলভিরহাট লঞ্চঘাট সচল করার দাবিতে মানববন্ধন

বরিশালের হিজলা উপজেলার মৌলভিরহাট লঞ্চঘাট পুনরায় সচল করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার (৯ এপ্রিল) বিকেলে মৌলভিরহাট লঞ্চঘাটে গুয়াবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশ নিয়ে এই দাবির পক্ষে নিজেদের অবস্থান জানান। মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল ওই এলাকার জনগণের ব্যানারে, যেখানে স্থানীয় জনগণের মধ্যে প্রবল আগ্রহ দেখা গেছে। এলাকার বক্তাগণ বলেছেন, "মৌলভিরহাট লঞ্চঘাটটি আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী ঘাট। এটি

আশুলিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টায় সংবাদ সম্মেলন

আশুলিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টায় সংবাদ সম্মেলন

সাভারের আশুলিয়ায় হত্যার চেষ্টা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপির নেতা। বুধবার (৯ এপ্রিল)  দুপুর ১২ টার দিকে আশুলিয়ার খেজুরটেক তালতলা এলাকায় প্রভাতী বিদ্যা নিকেতন স্কুল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, আপনারা জানেন গত ৭ এপ্রিল আমার বিরুদ্ধে আওয়ামী দোসর

ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলায় বাদী গৃহবধূকে কারাগারে প্রেরণ

ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলায় বাদী গৃহবধূকে কারাগারে প্রেরণ

ঝালকাঠিতে একজন যুবলীগ কর্মীর স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সুমাইয়া আক্তার রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এ আদেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, সুমাইয়া আক্তার রিমি ২০২২ সালে কুলকাঠি ইউনিয়নের বাসিন্দা ৭০ বছর বয়সী কাওসার হোসেন ওরফে মিন্টু

ইউএনওর বিরুদ্ধে আ.লীগের পক্ষে প্রচারনার অভিযোগ, প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

ইউএনওর বিরুদ্ধে আ.লীগের পক্ষে প্রচারনার অভিযোগ, প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা, আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানোর অভিযোগে সাধারন শিক্ষার্থীদের আক্রমণের মুখে পড়েছেন। শিক্ষার্থীরা ৯ এপ্রিল জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে একটি আবেদন করেছেন, যাতে ইউএনও মাসুদ রানা এই পদ থেকে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ডিসেম্বরে ‘ইউএনও বকশিগঞ্জ জামালপুর’ নামে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে আপলোড করা একটি প্রোফাইল পিকচার