https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বৃষ্টি উপেক্ষা করে দৌলতদিয়ায় যৌনকর্মীর জানাজা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ জুন ২০২১, ১৪:৩

শেয়ার করুনঃ
বৃষ্টি উপেক্ষা করে দৌলতদিয়ায় যৌনকর্মীর জানাজা

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দেশের বৃহত্তম যৌনপল্লীতে আবারও মৃত্যুর পর এক যৌনকর্মীর জানাজা ও দাফন হলো। সোমবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের যৌনপল্লি সংলগ্ন গোরস্থানের মাঠে মোছাঃ জোসনা বেগম (৪৫) জানাজার নামাজ হয়। পরে তাকে যথাযথ ধর্মীয় রীতিতে দাফন করা হয়।

জানাযায়, মোছাঃ জোসনা বেগম কিছু দিন ধরে অসুস্থ থেকে গতকাল সোমবার যৌনপল্লীতে তার বাড়ীতে ষ্ট্রোক করে মারা যান।এবার যৌনকর্মীর জানাজার নামাজ পড়িয়েছেন গোয়ালন্দের বাবু নামের একজন ইমাম। জানাজায় অংশ নেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল তায়াবীর, এসআই মোঃ জাকির হোসেন ও থানার অন্যন্যা সদস্যারা সহ স্থানীয় অনেকেই। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, ‘ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান স্যার দৌলতদিয়া যৌনপল্লির মানুষের মানবিক দিকগুলো গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক রাজবাড়ী জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ধর্মীয় বিষয়টি কারও ওপর চাপানো ঠিক নয়, তাই গোয়ালন্দ ইমাম কে দিয়ে এইবারের জানাজার নামাজ পড়ানো হয়েছে। আগামীতেও ধর্মীয় রীতি মেনে এই জানাজা ও দাফনের কাজ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের উদ্যোগে ধর্মের রীতি মেনে এক যৌনকর্মীর জানাজা ও দাফন হয়। এর আগে এতকাল যৌনকর্মীদের মৃত্যুর পর তাদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া বা মাটি চাপা দেওয়ার প্রথা ছিল।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সেই প্রথা ভেঙে প্রথমবারের মতো যৌনকর্মী হামিদা বেগমের জানাজা ও দাফন হয়। তবে ইসলাম ধর্মের রীতি মেনে যৌনকর্মী হামিদা বেগমের জানাজার নামাজ পড়ানো নিয়ে স্থানীয়ভাবে দ্বিমত হওয়ায় ইমাম গোলাম মোস্তফা এবার রিনা বেগমের জানাজার নামাজ পড়াননি।মুসলিম। আমরা মারা গেলে যেন আমাদের জানাজা আর দাফন হয়। সেই দাবি মেনে এখন আমাদের জানাজার ব্যবস্থা হয়েছে, এটি ভাগ্যের ব্যাপার। আমরা যে কেউ মারা গেলে থানায় খবর দেই।

আমাদের কেউ মারা গেলে এখন প্রশাসনের সহযোগিতায় ধর্মীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হয়। আমি রাজবাড়ী জেলা এসপি এম এম শাকিলুজ্জামান স্যার ও বর্তমান ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর স্যারকে ধন্যবাদ জানাই।গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, বিগত প্রায় দেড় বছর ধরে  ধর্মীয়ভাবেই যৌনকর্মীদের দাফন ও সৎকারের ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ এব্যাপারে সহযোগিতা অব্যাহত রাখবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

ফ্যানে ঝুলছিল স্বামী, বিছানায় স্ত্রীর লাশ!

ফ্যানে ঝুলছিল স্বামী, বিছানায় স্ত্রীর লাশ!

বরিশালের সদর উপজেলার কর্ণকাঠী এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটেছে। স্বামী রাহাত (ব্যাটারিচালিত অটোরিকশা চালক) তার স্ত্রী লামিয়াকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাহাত ও লামিয়ার বিয়ে হয়েছিল এক বছর আগে। দাম্পত্য জীবনে তাদের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব না

বরিশালে স্বস্তির বৃষ্টিতে উৎসবমূখর নববর্ষ উদযাপন

বরিশালে স্বস্তির বৃষ্টিতে উৎসবমূখর নববর্ষ উদযাপন

উৎসবের আমেজ, বর্ণিল আয়োজন আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পরশে রঙিন হয়ে উঠেছিল বরিশাল। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে সোমবার (১৪ এপ্রিল) দিনভর নগরীতে ছিল উৎসবমুখর পরিবেশ। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয় বাঙালির প্রাণের এই উৎসব। দিনের শুরুতেই বরিশাল বিএম স্কুল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রভাতি অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তির মাধ্যমে নতুন বছরকে

দুই যুগেও আলোর মুখ দেখেনি ধানসিঁড়ি ইকোপার্ক

দুই যুগেও আলোর মুখ দেখেনি ধানসিঁড়ি ইকোপার্ক

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির শহরতলীর কিফাতনগর এলাকায় পাঁচটি নদীর মোহনায় গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত ধানসিঁড়ি ন্যাশনাল ইকোপার্ক প্রকল্পটি দুই যুগ পার হলেও বাস্তবায়নের মুখ দেখেনি। জমি সংক্রান্ত মামলা ও প্রশাসনিক জটিলতায় থমকে আছে বহুল আলোচিত এ প্রকল্পটির অগ্রগতি। অথচ প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারত। ২০০২ সালে গাবখান, ধানসিঁড়ি, সুগন্ধা, বিশখালি ও বাসন্ডা নদীর মোহনায় ৫৫

গোপালপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

গোপালপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও আনন্দঘন উৎসব। উপজেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে শুরু হয় এই শোভাযাত্রা, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ছিল বাংলার চিরাচরিত লোকজ উপস্থাপনা,

দাঙ্গা মুক্ত শান্তিময় সরাইল গড়তে চাই: ইউএনও মোশারফ হোসাইন

দাঙ্গা মুক্ত শান্তিময় সরাইল গড়তে চাই: ইউএনও মোশারফ হোসাইন

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন চত্বরে এই আয়োজনের উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মীরা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)