প্রকাশ: ৮ জুন ২০২১, ১২:৫১
আগামীকাল ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর এবং সিংড়া পৌরসভায় সাত দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। শুধুমাত্র পৌরসভা এলাকার ভেতরে কঠোর লকডাউন পালন করা হবে বন্ধ থাকবে দোকানপাট, সকল ধরনের যানবহন।
এছাড়া উপজেলাগুলোর কৃষিপণ্য বিশেষ করে এ মৌসুমের আম আড়তগুলো খোলা থাকবে সেখান থেকে আম পাঠানো হবে জেলার বাহিরে।গত রাতে করোনা সংক্রান্ত জরুরি জুম ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নাটোর হাসপাতাল কর্তৃপক্ষ, এখানে ৩১ শয্যার বিপরীতে ভর্তি আছেন ৩৯ জন। রোগীর সংখ্যা বৃদ্ধিতে ইয়েলো জোনের মাঝ দিয়ে আলমারি ও পর্দা টাঙিয়ে ভর্তি করা হচ্ছে করোনা রোগী এতে সংক্রমণ ছাড়িয়ে যাওয়ার আশংকা সাধারণের।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, লকডাউন চলাকালে সরবরাহ থাকবে জরুরি পণ্য। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। মাস্ক পরিধান বাধ্যতামুলক, স্বেচ্ছাসেবকরা জরুরি পণ্য সরবরাহ করবেন।