প্রকাশ: ৭ জুন ২০২১, ১৩:৩৭
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় অননুমোদিত ডিজেল ইঞ্জিন চালিত থ্রী হুইলারের (ভটভটি) সহকারি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ১ জন। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের লক্ষী মোড় ও ঘুন্টিঘর নামক এলাকার মাঝখানে ওই যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়।
এতে যানটির সহকারি শাহিন মিয়া (২৫) ঘটনাস্থলে মারা যায়। রাকিব (২০) নামের অপর একজন গুরুত্বর আহত হয়। শাহিন মিয়া সোনাহাটের বানুরকুটি গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। রাকিবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।