পটুয়াখালীতে গাছ চাপায় জলিল খাঁ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পশ্চিম পাড় ডাকুয়া হাবিব প্যাদার বাড়িতে রেইনট্রি গাছ কাটার সময় এ ঘটনা ঘটে।
আহত জলিলকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় পথিমধ্যে জলিলের মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম।
গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বজিৎ রায় জানান, রবিবার বিকালের দিকে একটি রেইনট্রি গাছ কাটার জন্য ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড় ডাকুয়া গ্রামের লতিফ খার ছেলে জলিল খা ওই এলাকার হাবিব প্যাদার বাড়িতে যায়।
গাছ কাটার সময় অসতর্কতার কারণে গাছ চাপা পড়ে জলিল মারাত্মক আহত হয়। আহত জলিলকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা করেন। জলিলের স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে (জলিলকে) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই জলিলের মৃত্যু হয়।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনা শুনেছি। লাশ নিয়ে আসার পর অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১