আট বছরের এক শিশু আরিফ। পারিবারিক টানাপোড়েনে মায়ের ওপর অভিমান করে গৃহত্যাগ করে। ট্রেন ধরে বেরিয়ে পড়ে অজানা উদ্দেশে। বিকেলে পৌঁছায় বিরামপুর রেলস্টেশন এলাকায়। রাতে একা একা স্টেশনে কাঁদতে থাকে আরিফ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের সমন্বয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নারী ও শিশু সহায়তা কেন্দ্রে রাখা হয়।
পরদিন শিশু অরিফের দেওয়া তথ্যে তার মাকে খবর দেওয়া হয়। আরিফের মা এসে সাফ জানিয়ে দেয় তারা আরিফকে পরিবারে ফিরিয়ে নেবেন না। অবশেষে আরিফের ঠিকানা হয় রংপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে।
উদ্ধার হওয়ার পর শিশু আরিফ পুলিশের কাছে বলে, ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কল উপজেলার রাইতনগর এলাকায় তার বাড়ি। তার বাবার নাম জাবেদ আলী, আর মা জিল্লু বেগম। বছর তিনেক আগে আরিফের বাবা জাবেদ আলী মারা যান। এর পর মা জিল্লু বেগম অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন। সেখানেই কারণে অকারণে অরিফের ওপর নির্যাতন করত তার পরিবার। পরে মায়ের ওপর অভিমান করে বাড়ি ছাড়ে আরিফ।
বিরামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে আরিফ নামের এক শিশু স্টেশনের এক পাশে বসে কাঁদতে দেখে স্থানীয়রা খবর দেয়। বিরামপুর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরিফকে উদ্ধার করে থানায় নারী ও শিশু সহায়তা কেন্দ্রে রাখে। পরে শিশুটির দেওয়া তথ্যে তার পরিবারকে খবর দেওয়া হয়। পরদিন ওই শিশুটির মা এসে তাকে পরিবারের কাছে ফিরে নিতে আপত্তি জানান। পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় রংপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।'