প্রকাশ: ২ জুন ২০২১, ২০:১৭
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মঙ্গলবার রাতে অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র একটি বিশেষ টহলদল বর্ণিত এলাকায় আগে থেকেই কয়েকটি উপদলে বিভক্ত হয়ে হাবিবুল্লাহ জোড়া নামক এলাকায় পানের বরজে আঁড় নিয়ে গোপনে অবস্থান গ্রহণ করে। আনুমানিক ২২৪০ ঘটিকায় বিশেষ টহলদল হাবিবুল্লাহ জোড়া হতে ৬০ গজ পশ্চিমে নৌকাযোগে মিয়ানমার হতে নাফ নদী পার হয়ে নদীর কিনারায় কেওড়া বাগানের নিকট দিয়ে ৪/৫ জন দুষ্কৃতিকারী ব্যক্তিকে ০১টি প্লাস্টিকের বস্তা নিয়ে আসতে দেখে।
উক্ত ব্যক্তিদেরকে দেখা মাত্রই টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে খুব দ্রুত অগ্রসর হয়। দুষ্কৃতিকারীগণ দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত বস্তাটি ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে শূণ্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ০১টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ১,৫০,০০,০০০/-(এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। ইয়াবা পাচারকারীদের সহযোগীদের আটকের নিমিত্তে বর্ণিত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে পরবর্তী ২৪০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১