https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কয়রায় এমপিকে কাদা ছুড়েছে বিক্ষুব্ধ জনতা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জুন ২০২১, ১৭:৩৫

শেয়ার করুনঃ
কয়রায় এমপিকে কাদা ছুড়েছে  বিক্ষুব্ধ জনতা!

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনার কয়রা উপজেলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষুব্ধ বাসিন্দাদের তোপের মুখে পড়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান।



মঙ্গলবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ বাসিন্দারা সংসদ সদস্যের ট্রলার লক্ষ্য করে কাদা ও মাটির দলা ছুড়তে শুরু করে। কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে যাওয়ায় শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে মেরামতে করছিলেন।


আকস্মিক পরিস্থিতিতে সংসদ সদস্য ট্রলার নিয়ে ফিরে গেলেও পরে তিনি ফিরে এসে দশহালিয়াবাসীর সঙ্গে বাঁধ মেরামত কাজে যোগ দেন।


এ বিষয়ে জানতে চাইলে মো. আক্তারুজ্জামান বলেন, ‘মানুষের মধ্যে ক্ষোভ থাকা স্বাভাবিক। তাদের পেটে খাবার নেই। ঘরে পানি উঠে গেছে। যন্ত্রণা থাকলে মানুষ ক্ষোভ প্রকাশ করবেই। আমি তাদের বুঝিয়েছি, করোনার কারণে গত এক বছর কোনো ধরনের উন্নয়ন কাজ করা সম্ভব হয়নি। এসব কাজ টেন্ডারের মাধ্যমে হয়। প্রকল্প অনুমোদন পেলে এই কষ্ট দূর হয়ে যাবে।’


তিনি আরও বলেন, ‘আমি পালিয়ে গেছি কথাটা একদমই ঠিক না। আমি তাদের সঙ্গে থেকে কাজ করেছি।’


#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

মাদারীপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ, মিথ্যা সংবাদ প্রচার

মাদারীপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ, মিথ্যা সংবাদ প্রচার

মাদারীপুরের ডাসার উপজেলায়, সরকারি খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সৈয়দ শাহআলম। তিনি অভিযোগ করেছেন, কিছু সাংবাদিক তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে, ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম বাজারে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে সৈয়দ শাহআলম জানান, তিনি

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন  জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী এডভোকেট নিয়ামুল হক। আজ দুপুরে আইনজীবি নিয়ামুল হক জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে গত ২০ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে এ সম্পর্কিত

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

"অস্তিত্ব ধ্বংসের কবল থেকে জাতিকে রক্ষার্থে যুবশক্তি পূর্ণস্বায়ত্তশাসনের পতাকা তলে সমবেত হও, প্রতিরোধ গড়ে তোল "এই স্লোগানে পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার ( ৫ এপ্রিল ) দুপুরে রমেল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরান্টু চাকমা। আলোচনা সভা শুরুতেই সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।  আলোচনা সভায় বক্তারা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নির্মাণ শ্রমিক ও তার ছেলেকে আক্রমণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ মৃধা দেশীয় অস্ত্র দিয়ে কামাল হাওলাদার (৩৬) ও তার ছেলে মো. নাঈম (১৮) কে আঘাত করেন। ঘটনাটি নিয়ে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

দেশ যখন  ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছে,পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে, তখনও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের একদল নিবেদিত প্রাণ কর্মী। এবারে ঈদের ছুটিতেও নওগাঁ জেলার রাণীনগর  উপজেলার ৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ জেলা পরিবার