প্রকাশ: ১ জুন ২০২১, ১১:২৭
বরিশালের হিজলা উপজেলায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ্ব-১৭ ) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট,বালিকা(অনূর্ধ্ব ১৭) ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হিজলা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ৩১ মে সোমবার বিকেল ৫ টায় সরকারি হিজলা কলেজ মাঠে, টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বকুল চন্দ্র কবিরাজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান, সরকারি হিজলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর আব্দুল মাজেদ, বড়জালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পণ্ডিত শাহবুদ্দিন আহমেদ, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার কোচ মোঃ জহিরুল আলম নবু হাওলাদার,গণমাধ্যমকর্মীগণ।
সমাপনী দিনে বড়জালিয়া ইউনিয়ন একাদশ ৩ -০ গোলে হরিনাথপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে জয়লাভ করে। বরিশালে ৩ জুন জেলা পর্যায়ে হিজলা উপজেলা, বাকেরগঞ্জ উপজেলার মুখোমুখি হবে।