প্রকাশ: ২৮ মে ২০২১, ১৩:১
ঘূর্নিঝড় ইয়াস ভারতের উড়িস্যা ও ঝাড়খন্দ এলাকা অতিক্রম করলেও উপকূলীয় এলাকায় আজও বিরাজ খরছে বৈরী আবাহওয়া। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। বাতসের চাপ কিছুটা কমলেও বইছে ঝড়ো হাওয়া।
এদিকে ঘূর্নিঝড় ইয়াসের তান্ডবে জেলার ২৩২ টি গ্রাম প্লাবিত হয়েছে। এখনও পানিবন্ধী হয়ে আছে এসব গ্রামের প্রায় ৬ লাখ মানুষ। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৪ শ’ ৮৩ টি বসত ঘর। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ৪ হাজার ২ শ’ ৯ টি বসত বাড়ির। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্থ হয়েছে ৪৮ কিলোমিটার বেরিবাধের। বিচ্ছন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।
পানিতে ভেসে গেছে ৭ হাজার ৮৫ টি মাছের ঘের ও পুকুর। মৎস্য খাতে ক্ষতি পরিমান নির্ধারন করা হয়েছে ৫৫ কোটি টাকা। গতকাল দুপুরে দুমকি উপজেলার সন্তোষদি গ্রামে হোগলপাতা কাটতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে হাসিনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্থ এসব মানুষের জন্য সরকারের কাছে টিনসহ অন্যান্য ত্রান সামগ্রীর জন্য আবেদন জানিয়েছেন জেলা প্রশাসন। তবে দুর্গত এলাকার মানুষ টেকসই বেড়িবাধ নির্মানের দাবি জানিয়েছেন।