প্রকাশ: ২৫ মে ২০২১, ১৭:১২
বঙ্গোপসাগরে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটে নদ-নদীর পানি বাড়ছে। মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে মোংলাসহ সকল নদীর পানি স্বাভাবিক জোয়ারের থেকে বেশীই বৃদ্ধি পেয়েছে।সাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরে ৪/৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়।
তিনি বলেন, দুবলায় প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে।এদিকে মোংলার পশুর নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।পানি বাড়ায় পৌর শহরের বিভিন্ন সড়কসহ নিচু এলাকা তলিয়ে গেছে।পশুর নদীর পাড়ের কানাইনগর, চিলা,কলাতলা,সুন্দরতলা, জয়মনি এলাকার নিচু এলাকা দেড় থেকে দুই ফুট কোথাও কোথাও এর বেশিও পানি উঠেছে।
তবে রাতের জোয়ারে আরও বেশি পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।মোংলা পশুর নদীতীরে থাকা মোসলেমা খাতুন বলেন,পানি অনেক বেড়ে গেছে পূর্ণ জোয়ারের সময় আরও বৃদ্ধি পাবে।বেশী বাড়লে আমাদের ঘরেও পানি উঠতে পারে এদিকে দুর্যোগে মোকাবিলায় মঙ্গলবার সকালে উপজেলায় জরুরি সভা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।তিনি বলেন,সকল দুর্যোগ থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে আসছে, এবারও তাই হবে। তারপরও মোংলা-রামপালে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।