প্রকাশ: ২৫ মে ২০২১, ১৪:৩১
টাঙ্গাইলের দেলদুয়ার থেকে জুয়া খেলার অভিযোগে ৫ যুবককে আটক করেছে র্যাব -১২। মঙ্গলবার ভোরে উপজেলার কুমুরিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মৃত আঃ লতিফ এর ছেলে মোঃ শওকত আকবর (৪৫), মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ সুমন মিয়া (২৫), মৃত. মনতাজ মন্ডলের ছেলে মোঃ শাহিন মন্ডল (২৮), মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোঃ হুমায়ুন কবির (৫০), মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ বাবুল মিয়া (২৯)। আটককৃত সকলেই কুমুরিয়া গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩, এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে দেলদুয়ার থানার কুমুরিয়া গ্রামে অভিযান চালান। এ সময় মোঃ শওকত আকবর (৪৫), মোঃ সুমন মিয়া (২৫), মোঃ শাহিন মন্ডল (২৮), মোঃ হুমায়ুন কবির (৫০) ও মোঃ বাবুল মিয়া (২৯) কে জুয়া খেলা অবস্থায় এক বান্ডেল তাস এবং জুয়া খেলার নগদ ৩ হাজার ২৯০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করেন।
আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় মামলা দায়ের করা হয়েছে।