প্রকাশ: ২৪ মে ২০২১, ১৯:২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং এ অবস্থিত হাজী দুদুখান পাড়া মাদ্রাসা জামে মসজিদে উন্নয়ন মূলক কাজের জন্য গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সীর ব্যাক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা এ নগত অর্থ প্রদান করেন।
সোমবার (২৪ মে) বেলা ১১ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে হাজী দুদুখান পাড়া মাদ্রাসা জামে মসজিদের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, মসজিদ ও মাদ্রাসা কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ দুলাল সেক, কমিটির সদস্য হাজী শহিদুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মাদ্রাসার হাফেজ মোঃ রাসেল মাহমুদ তাদের হাতে এ নগত অর্থ তুলে দেন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু প্রমুখ।