প্রকাশ: ২৩ মে ২০২১, ২১:১৮
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবীতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালন এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, নেত্রকোনা জেলা শাখা রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্দন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবী জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পূর্বধলা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, দুর্গাপুর শিক্ষ সমিতির সায়েদুর রহমান, কলমাকান্দা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।
পরে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।