প্রকাশ: ২১ মে ২০২১, ২০:৩৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-২ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রুবেল মিয়া ওরফে শাওন (৩৬) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৪। আজ শুক্রবার ভোর ৪টার দিকে মানিকগঞ্জে সদর উপজেলার বেতিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রুবেল মিয়া জেলার হরিরামপুর উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৪-এর মানিকগঞ্জ সিপিসির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং জানান, বেশ কিছুদিন ধরেই রুবেল মিয়া ওরফে শাওন জেলার বিভিন্ন এলাকায় নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু বলে পরিচয় দেন।
তিনি বিভিন্ন লোকজনের কাছে ত্রাণ বিতরণ করার কথা বলে চাঁদা দাবি করে আসছিলেন। এছাড়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণভবন থেকে নৌকা প্রতীক এনে দেওয়ার আশ্বাসও দিয়ে টাকা দাবি করেন।
আবার কিছু ব্যক্তিকে কেন্দ্রীয় অথবা জেলা পর্যায়ের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা দাবি করেন।
তাছাড়া ফরিদপুরে একটা খেলার অনুষ্ঠানে বিতরণের জন্য মানিকগঞ্জ ওয়ারলেস গেইটের এক ইলেকট্রনিক্স দোকানের মালিকের কাছে টেলিভিশন দাবি করেন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব-৪ মানিকগঞ্জ থেকে আজ ভোর ৪টার দিকে প্রতারক রুবেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের সময় রুবেলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।