প্রকাশ: ১৯ মে ২০২১, ২২:৩৭
‘শেখ হাসিনার হাতটি ধরে, পথের শিশু যাবে ঘরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা সরকারি শিশু পরিবার (বালক)-এর উদ্যোগে সাবেক ও বর্তমান নিবাসিদের মধ্যে মেধা বৃত্তির নগদ অর্থ বিতরণ ও সাইকেল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ী বাজারস্থ সরকারি শিশু পরিবারের হল রুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা প্রশাসক ও সরকারি শিশু পরিবারের সভাপতি কাজি মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে শিশু পরিবারের উপ-তত্ত¡াবধায়ক তারেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবীদের মাঝে নগদ অর্থ ও সাইকেল বিতরণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাফিজুর রহমান খান, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলা উদ্দিন, রৌহা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রশিদ, সম্পাদক আতিকুর রহমান মুন্না, সাবেক সভাপতি মুখলেছুর রহমান ও জেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ্ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
নেত্রকোনা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলাউদ্দিন জানান, অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সাবেক ও বর্তমান নিবাসী মেধাবী ছাত্রদের মাঝে ৭ জনকে ১ লক্ষ ৩৮ হাজার টাকা ও ৪ জনকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১