প্রকাশ: ১৯ মে ২০২১, ১৩:৩৯
ফেনীর ছাগলনাইয়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (১৯ মে) বুধবার বেলা ১২টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের বারিয়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চট্টগ্রামের জোরারগঞ্জের আরিফুর রহমান ও হাজেরা বেগম। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
আহত একজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় পাওয়া গেছে ফেনীর ফুলগাজী বকসমাহমুদে তার বাড়ি।
ফেনী ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১