প্রকাশ: ১৭ মে ২০২১, ১৭:৫০
সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ মে) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের মানিকগঞ্জগামী বৈশাখী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় বাসের পেছনে থাকা একটি মোটরসাইকেলও দুর্ঘটনার কবলে পড়ে। এসময় মোটরসাইকেল আরোহী ও বাসযাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম বলেন, দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১