রাজবাড়ীতে অস্ত্র গুলিসহ পিয়ারুল সরদার (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাতে সদর উপজেলার গোপলবাড়ী এলাকার শ্বশুর বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকালে ১১০ পুড়িয়া হেরোইনসহ সদর উপজেলার গোপলবাড়ী এলাকার শ্বশুর বাড়ী থেকে পিয়ারুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে ওই রাতেই সদর উপজেলার মাটিপাড়া নতুন ব্রীজ এলাকা থেকে তার দেখানো মতে একটি ওয়ান সুটার গান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।