ঈদুল ফিতরের তৃতীয় দিনে পর্যটক শূন্য রয়েছে কুয়াকাটা। সকাল থেকে ট্যুরিষ্ট পুলিশের কঠোরতায় সৈকতে নামতে পারেনি কোন পর্যটক। করোনা সংক্রমন এড়াতে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এমন পদক্ষেপ নেয় প্রশাসন। করোনার প্রার্দুভাব রোধে গত পহেলা এপ্রিল থেকে কুয়াকাটার সকল হোটেল মোটেল বন্ধ রেখে পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
কিন্তু ঈদুল ফিতরের প্রথম দিন এবং দ্বিতীয় দিনে হঠাৎ করে হাজারো পর্যটকের সমাগম ঘটে কুয়াকাটা সৈকতে। পরে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় প্রশাসন। বর্তমানে ঝাউবাগান, শুটকি পল্লী, ফ্রাই পল্লীসহ সকল স্পটই এখন সুনশান নিরবতা। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক বদরুল আলম জানান, পর্যটক আগমন ঠেকাতে গুরুত্বপূর্ন পুলিশের বেড়িকেট বসানো হয়েছে।