প্রকাশ: ১৩ মে ২০২১, ১৭:৪০
নওগাঁয় অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করার ঘটনায় কথিত অপহৃত ছেলেসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন।
তিনি জানান, বিপুল অঙ্কের দায়-দেনা পরিশোধ করতে বদলগাছি উপজেলার গোয়ালভিটা গ্রামের মো. সিদ্দিক রহমানের ছেলে রাসেল রানা তার সহযোগীদের সঙ্গে নিয়ে অপহরণ নাটক সাজিয়ে বাবার কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
বদলগাছি থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় বুধবার (১২ মে) উপজেলার পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তথাকথিত অপহৃত রানাকে উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ জয়পুরহাট জেলা সদর থেকে এই ঘটনার মূল হোতা ফায়সাল আহম্মেদ ওরফে ফাহিমকে গ্রেফতার করে।