প্রকাশ: ১০ মে ২০২১, ১৬:২৪
পবিত্র ঈদু-উল- ফিতর উপলক্ষে টাঙ্গাইল মহেরা পুলিশ সেন্টারের উদ্যোগে আজ রবিবার(১০-০৫-২০২১) সকালে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয় ।
পিটিসির কমান্ড্যন্ট, মোঃ ময়নুল ইসলাম, এনডিসি এর নেতৃতে পিটিসি পার্শ্ব বর্তি ভাতকুরা ও ছাওয়ালি এলাকার দুঃস্থ ও অসহায় প্রায় সাতশত পরিবারকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরন করা হয় । এছাড়াও পিটিসির স্টাফ বৃন্দদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
পিটিসির কমান্ড্যন্ট, মোঃ ময়নুল ইসলাম,এনডিসি জানান, এবারের ঈদ-উল-ফিতর বর্তমান চলমান করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে হওয়ায় যাতে অসহায় দুঃস্থ মানুষের ঈদে কষ্ট না হয় এজন্যেই আমাদের এ আয়োজন । এছাড়াও আমরা রমজান মাস জুড়ে মসজিদে ইফতারের আয়োজন করে আসছি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, পিটিসির কমান্ড্যন্ট, মোঃ ময়নুল ইসলাম, এনডিসি, আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল রহিম শাহ চৌধুরি, পুলিশ সুপার সালমা সৈয়দ পলি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসান, সহকারী পুলিশ সুপার মোহসিনুল হক প্রমুখ।