প্রকাশ: ৮ মে ২০২১, ১৭:৬
রাজবাড়ী বৃহত্তর দৌলতদিয়া যৌনপল্লীর ৬৫২ শিশুকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ঈদ উপলক্ষে নতুন পোশাক উপহার দেয়া হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৮ মে) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন শহীদ মিনার চত্ত্বর হতে এ রঙ্গিন পোষাকগুলো বিতরন করেন জেলা প্রশাসক দিলশাদ বেগম।
রঙ্গিন পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহাবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, যৌনকর্মী ও তাদের শিশুদের নিয়ে কাজ করা সংগঠন 'মুক্তি মহিলা সমিতি'র নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।
এসময় জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাসের কারনে অসহায় হয়ে পড়েছে যৌনপল্লীর বাসিন্দারা। যৌনপল্লীর শিশুরা যেন হাসি মুখে ঈদ পালন করতে পারে এজন্য আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করি। এখানকার শিশুদের জন্য এ ঈদ উপহার বরাদ্দ দেয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
#ইনিউজ৭১/জিয়া/২০২১