প্রকাশ: ৮ মে ২০২১, ১৩:১০
পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত কারনে মরে ভেসে উঠেছে একটি ঘেরের কয়েক হাজার মাছ। শনিবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলী টিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দিশেহারা হয়েছে পরেছে ৮০ শতাংশ জমির উপর নির্মিত ঘেরের মালিক রাবিক হাসান রাজু ও গোলাম মস্তফা।
তবে সঠিক কি কারনে এসব মাছ মারা গেছে সেটা নিশ্চিত করতে পারেনি কেউ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে টিলার ঘের ৪০ হাজার টাকায় লিস নেয় বাদুরতলীর রাজু ও মস্তফা। পরে প্রায় এক লাখ টাকার রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ চাষ শুরু করে তারা।
সঠিক পরিচর্চা করার পরও আজ সকালে হঠাৎ অজ্ঞাত কারনে এসব মাছ মরে ভেসে ওঠে। এতে প্রায় তাদের তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী রাজু জানান, তিল তিল করে টাকা জমিয়ে এ ঘেরটি করেছিলাম। আজ সব ধুলিস্মাৎ হয়ে গেলে। অপর ব্যবসায়ী গোলাম মস্তফা বলেন, আমরা সঠিক পরিচর্চা করেছি। তবে ঘেরে পানির পরিমান কম ছিল। এভাবে মাছ মরে যাওয়ায় আমাদের বড় ক্ষতি হয়ে গেল।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বেশ কয়েকদিন আগে ওই ঘের থেকে মাটি উঠানো হয়েছে। এ কারনে ঘেরে গ্যাস হয়ে এসব মাছ মারা যেতে পারে।