প্রকাশ: ৮ মে ২০২১, ১২:৪৭
প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মে) সন্ধ্যায় হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারা বাংলাদেশের করোনার থাবা থেকে মুক্তি লাভ, সকল সাংবাদিকদের মঙ্গল কামনা ও প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাফ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সহ- সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাকসুদুল হক রুবেল, কার্যনির্বাহী সদস্য রমেন বসাক,
বাংলাভিশন টিভির হিলি প্রতিনিধি ইমাম কবির, বাংলা টিভির হিলি প্রতিনিধি আব্দুল কুদ্দুস, এশিয়ান টিভির হিলি প্রতিনিধি শাহিনুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান, গোলাম রব্বানী, তৌহিদুল ইসলাম তৌহিদ, লুৎফর রহমানসহ প্রেসক্লাবের সকল সদস্য গন।
উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।