প্রকাশ: ৬ মে ২০২১, ২০:৩১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ট্রাক পারাপার টিকিটে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিসি’র বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৬ মে) বিকেলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাট দিয়ে নির্বিঘ্নে যাত্রী ও যান পারাপারের প্রস্তুতি সভায় এ অভিযোগ করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা।
সভায় তিনি বলেন, আজ (৬ মে) সকাল সাড়ে ৯টা/১০টার দিকে কুষ্টিয়ার এক আওয়ামীলীগ নেতার ট্রাকের জন্য ফেরির টিকিট কিনতে যায়। টিকিটের নির্ধারিত মূল্য ১ হাজার ৬০ টাকা। কিন্তু তাদের কাছে দাবি করা হয় ১২শ টাকা। এ বিষয়ে আমি নিজে কাউন্টারে কথা বলি, কিন্তু অতিরিক্ত টাকা ছাড়া টিকিট দেয়া হয়নি। ’অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের মহাব্যবস্থাপক ফিরোজ শেখকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া সহ এসকল অনিয়ম বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে।বৃহস্পতিবার বিকেলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফ-উজ-জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ,
গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার প্রমুখ।
সভায় র্যাব-৮, নৌপুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
#ইনিউজ৭১/জিয়া/২০২১