প্রকাশ: ৬ মে ২০২১, ১৬:৪৮
আধুনিক ও নিরাপদ প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কৌশল বিষয়ে ২০২০-২১ অর্থ বছরে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পে’র আওতায় নাটোরের লালপুরে দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০৬ মে) সকালে স্বাস্থ্য বিধি মেনে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা এনএটিপি প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মাহাদি হাসান, আরিফুজ্জামানসহ নাটোর জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৩০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
#ইনিউজ৭১/জিয়া/২০২১